Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চ ভাড়া ও দ্রব্যের দাম কমানো দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২২:৫৬

বরিশাল: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, সারাদেশে ও এমএস ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা কমিটির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক অধ্যাপক মো. জলিলুর রহমান।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে ফায়দা লুটছে। তারা সাধারণ মানুষের জন্য সারাদেশে ও এমএস ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য হারুন-অর রশিদ, আজিজুর রহমান খোকন ও আমির আলী প্রমুখ।

সারাবাংলা/এনএস

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানববন্ধন লঞ্চ ভাড়া

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর