Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল পাচারের শঙ্কায় স্বরাষ্ট্রকে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২১:৫৭ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ২২:০৫

ঢাকা: ভারতের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম থাকায় তেল পাচারের আশঙ্কায় রয়েছে সরকার এমন তথ্য জানিয়ে পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মঙ্গলবার (৯ নভেম্বর) চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জ্বালানি বিভাগের ওই সূত্র জানাচ্ছে, ২৬ স্থল বন্দর দিয়ে প্রতিদিন দেশে অনেক ট্রাক ঢোকে। প্রতিদিন ১০ ট্রাক ঢুকলেও ২৬০টি ট্রাক। এদের এক একটির ধারণ ক্ষমতা ২০০-৩০০ লিটার। তারা যদি ২০০ লিটার করেও নেয় সে হিসেবে হাজার-হাজার লিটার জ্বালানি তেল পাচার হয়ে যাওয়ার শঙ্কা থেকে যায়।

এ প্রসঙ্গে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) মু আ হামিদ জমাদ্দার সারাবাংলাকে বলেন, ১০ দিন আগেই এই চিঠি দেওয়া হয়েছে। পাচার বন্ধে তারাও সচেষ্ট থাকবেন।

প্রসঙ্গত, আন্তজার্তিক বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষিতে দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সারাবাংলা/জেআর/একেএম

জ্বালানি তেল ভারতে পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর