Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২১:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ২২:০২

ফাইল ছবি: বিদিশা সিদ্দিক

ঢাকা: বিদিশার নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার শুরুতেই হোঁচট। জাপা পরিচালনার বিষয় নিয়ে বিদিশার সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন। পরে এই পদে জার্ফ ইকবালকে মনোনীত হরা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলাবার (৯ নভেম্বর) দলটির একধিক নেতাকর্মী জানিয়েছে, সম্প্রতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অসুস্থতার সুযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার ঘোষণা দেন। যদিও রওশন বা তার ছেলে সাদ এরশাদ বিদিশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য বলেননি। এই ঘোষণা সর্ম্পকে তাদের কোনো মন্তব্যও নেই। এমনকি বিষয়টি নিয়ে দলের কারও সঙ্গে কথাও বলেননি। বিদিশা নিজেই নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান। এই ঘটনার পর থেকে কাজী মামুনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। বিদিশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন কমিটির অন্যান্য নেতাও বিদিশার ওপর ক্ষুব্ধ হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এসব বিষয় নিয়ে বিদিশাকে ফোন করা হলে সারাবাংলাকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কথা বলব না। কাজী মামুনের পদত্যাগের বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমি কথা বলব।’

এর আগে, গত ১১ সেপ্টেম্বর সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। দল ভালো নেই জানিয়ে ওই সময় তিনি বলেন, ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমার এই যাত্রা শুরু।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা বিদিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর