জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!
৯ নভেম্বর ২০২১ ২১:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ২২:০২
ঢাকা: বিদিশার নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার শুরুতেই হোঁচট। জাপা পরিচালনার বিষয় নিয়ে বিদিশার সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন। পরে এই পদে জার্ফ ইকবালকে মনোনীত হরা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলাবার (৯ নভেম্বর) দলটির একধিক নেতাকর্মী জানিয়েছে, সম্প্রতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অসুস্থতার সুযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার ঘোষণা দেন। যদিও রওশন বা তার ছেলে সাদ এরশাদ বিদিশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য বলেননি। এই ঘোষণা সর্ম্পকে তাদের কোনো মন্তব্যও নেই। এমনকি বিষয়টি নিয়ে দলের কারও সঙ্গে কথাও বলেননি। বিদিশা নিজেই নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান। এই ঘটনার পর থেকে কাজী মামুনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। বিদিশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন কমিটির অন্যান্য নেতাও বিদিশার ওপর ক্ষুব্ধ হন।
আরও পড়ুন:
- বিদিশার নেতৃত্বে নতুন নির্বাচনি জোট!
- জাতীয় পার্টির বর্তমান অবস্থা বিধ্বস্ত: বিদিশা
- বিদিশার নেতৃত্বাধীন জাপার কাউন্সিল ডিসেম্বরে
- জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা
- ‘স্বৈরাচারী’ কায়দায় চলছে জাপা, মাঠে নামছেন বিদিশা!
- সিলেট থেকে বিদিশার যাত্রা শুরু, বললেন ‘দল ভালো নেই’
- শাদ-এরিককে নিয়ে লাঙ্গল দিয়ে সারাদেশ চাষ করব: বিদিশা
- রওশনকে জাপার চেয়ারম্যান, বিদিশাকে কো-চেয়ারম্যান ঘোষণা
- ১৪ জুলাই ‘চমক’ দেবেন বিদিশা, আসতে পারে নতুন জাপার ঘোষণা
এসব বিষয় নিয়ে বিদিশাকে ফোন করা হলে সারাবাংলাকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কথা বলব না। কাজী মামুনের পদত্যাগের বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমি কথা বলব।’
এর আগে, গত ১১ সেপ্টেম্বর সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। দল ভালো নেই জানিয়ে ওই সময় তিনি বলেন, ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমার এই যাত্রা শুরু।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম