চট্টগ্রামে সিপিবির ‘দাবি দিবস’ পালন
৯ নভেম্বর ২০২১ ২০:৩১ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ২০:৫৪
চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে কেন্দ্রঘোষিত ‘দাবি দিবস’ পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে দাবি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘পাচারের অজুহাত তুলে জ্বালানি তেলের দাম অযৌক্তিভাবে বাড়িয়ে দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে সরকার আন্তর্জাতিক জ্বালানি মাফিয়া ও দেশীয় লুটেরা গোষ্ঠীর স্বার্থসিদ্ধি করেছে। এই জ্বালানি মন্ত্রণালয় দুর্নীতির প্রাচীনতম আখড়া। সরকার নিজেই এসব দুর্নীতির সঙ্গে যুক্ত। লকডাউনের কারণে বিশ্ববাজারে তেলের দাম একবছর আগেই কমে যায়। কিন্তু সরকার উল্টো জ্বালানি তেলের দাম বাড়িয়ে যানবাহনের বর্ধিত ভাড়া জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে। সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ।’
সিপিবি নেতারা সরকারের অনিয়ম-দুর্নীতি, অনাচার, সিন্ডিকেটবাজি প্রতিরোধে জনগণকে বাম-কমিউনিস্টদের পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন।
সিপিবির চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, অমৃত বড়ুয়া, ফরিদুল ইসলাম, সিতারা শামীম।
সারাবাংলা/আরডি/টিআর