Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কিশোরের ধর্ষণের শিকার ২ কিশোরী ‘প্রেমিকা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২০:১২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ওসমানপুর গ্রামে দুই বন্ধুর ধর্ষণের শিকার হয়েছে দুই বান্ধবী। তারা আলমডাঙ্গা উপজেলার একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত দুই বন্ধুও কিশোর, তাদের বয়স ১৭ বছর। ওই দুই কিশোরের সঙ্গে দুই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেছে দুই বান্ধবী। এদিন ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুই কিশোরের বিরুদ্ধে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়ে দুইটি তাদের প্রেমিকা ছিল। তারা চার জনই অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ ও স্থানীয়দের কাছে জানা গেছে, অভিযুক্ত দুই কিশোরের সঙ্গে ওই দুই কিশোরীর পরিচয় হয় মাস চারেক আগে। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে রোববার (৭ নভেম্বর) রাতে ওই দুই কিশোরের এক জন মোবাইলে কল করে দুই বান্ধবীকে তাদের কাছে ডেকে নেয়। পরে তাদের মোটরসাইকেলে করে উপজেলার হারদী মাঠের নির্জন একটি বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে আরেক বন্ধু আগেই অবস্থান করছিল।

ধর্ষণের শিকার দুই কিশোরীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেখানে দুই বন্ধু ওই দুই কিশোরীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে তারা নিজ নিজ ‘প্রেমিকা’কে বিয়ের আশ্বাস দিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। গভীর রাতে এক কিশোর ধর্ষণের শিকার দুই বান্ধবীকে মোটরসাইকেলে করে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুই বান্ধবী আলমডাঙ্গা থানায় তাদের নিজ নিজ প্রেমিকের নামে ধর্ষণ মামলা দায়ের করে। ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম বলেন, মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। বুধবার তাদের বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সারাবাংলা/টিআর

কিশোরী ধর্ষণ ধর্ষণে অভিযুক্ত কিশোর ধর্ষণের শিকার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর