Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২১ ১৯:২৯

ঢাকা: ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার (১০ নভেম্বর)।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এসময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউ’র পাশে থাকে।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে। এখানে ৫২ দল অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার গ্রুপে ছয় দল এবং বাকি চার গ্রুপে সাত দল নিয়ে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব হবে নক আউট।
আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনাল। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম-সাধারন সম্পাদক আরাফার বাড়িয়া, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন এবং ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

সারাবাংলা/একেএম

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ঢাকা রিপোর্টার্স ইউনিটি

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর