Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩৬ ঘণ্টা পর পদ্মায় ভাসল রো রো ফেরি আমানত শাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ১৮:৪৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ১৮:৫৫

মানিকগঞ্জ: অবশেষে উদ্ধার হয়েছে আমানত শাহ রো রো ফেরি। ৩৩৬ ঘণ্টা পর পদ্মার বুকে ভাসল ১৪ দিন আগে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে ডুবে যাওয়া এই ফেরিটি। সরকারের সক্ষমতা না থাকায় দুই কোটি টাকা চুক্তিতে শেষ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড ৯ দিনের চেষ্টায় ফেরিটি উদ্ধার করেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ডুবে থাকা আমানত শাহ ফেরিটিকে উদ্ধারের কার্যক্রম শেষ হয়। উদ্ধারের পর এখন ভেতরে থাকা কাদামাটি, ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে।

বিজ্ঞাপন

উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম জানান, আগামী দুই দিন ফেরিটি তাদের প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে থাকবে। তারপর ফেরিটি বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- ফেরিডুবির ১৩ দিন পর চূড়ান্ত উদ্ধার তৎপরতা

বদিউল আলম বলেন, ডুবে থাকা ফেরিটি উদ্ধারের কাজ শেষ হয়েছে। ফেরির তলদেশে ৩০টির মতো বড় ছিদ্র ছিল। সোমবার ও মঙ্গলবার সেগুলো রাবার ও লোহার পাত দিয়ে মেরামত করা হয়েছে। এখন আমরা আরও দুই দিন পর্যবেক্ষণ করে এটি বিআইডব্লিউটিসি’র কাছে হস্তান্তর করব।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও উদ্ধারকারী প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পাঁচ দিন পর গত ১ নভেম্বর ফেরিটি উদ্ধারে প্রতিষ্ঠানটির একটি উইন্স বার্জ ঘটনাস্থলে পৌঁছায়। কাঁত হয়ে ডুবে যাওয়া ফেরিটির নিচের অংশ নদীর তলদেশের প্রায় ছয় ফুট গভীরে অবস্থান করছিল। প্রতিষ্ঠানটির ডুবুরি দলের কর্মীরা যন্ত্রের মাধ্যমে ফেরির তলদেশের নিচ দিয়ে মোটা তারের মাধ্যমে বেঁধে ফেলে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৯ অক্টোবর ফেরিটি উদ্ধারে প্রাথমিক কাজের অংশ হিসেবে অনুসন্ধান কার্যক্রম শুরু করে জেনুইনের ডুবুরি দল। উদ্ধারকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেব নাথ জানিয়েছেন, তাদের ডিবি মেরিন স্যালভেজ-১, ডিবি মেরিন স্যালভেজ-২, ডিবি মোহনা-১, ডিবি মোহাম্মদ-১, ডিবি মোহাম্মদ-২ নামের মোট পাঁচটি উইন্স বার্জ দিয়ে টানা ৯ দিনের চেষ্টার পর ডুবন্ত ফেরি উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, ডুবে থাকা ফেরিটি শতভাগ উদ্ধার হয়েছে। এখন উদ্ধারকর্মী দিয়ে ফেরিটির ভেতরে জমে থাকা কাঁদামাটি, ময়লা-আবর্জনা পরিষ্কারের পালা চলছে। এসব কাজ শেষ হয়ে গেলে দুই দিন দেখে ফেরিটি বিআইডব্লিউটিসিকে বুঝিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থপক মো. জিল্লুর রহমান বলেন, ফেরিটি চলবে কি না, বিআইডব্লিউটিএ আমাদের হাতে ফেরিটি বুঝিয়ে দেওয়ার পর তদন্ত কমিটি সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাছাড়া এই মুহূর্তে ফেরিটি চালানো সম্ভব না। ডুবে থাকা ফেরিটির সবগুলো ইঞ্জিনসহ ফেরির অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। সেগুলো ঠিক না করার আগ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এর আগে, গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে কাঁত হয়ে ডুবে যায় আমানত শাহ ফেরি। ফেরির ভেতরে আটকে থাকা যানবাহন উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকে নিয়ে যাওয়া হয় পাটুরিয়ায়। আর ডুবে থাকা ফেরিটি উদ্ধারের জন্য যাওয়ার কথা ছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের। তবে সক্ষমতা না থাকায় শেষ পর্যন্ত প্রত্যয় ফিরে গেছে। পরে চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ কোটি টাকার চুক্তিতে ফেরিটি উদ্ধারে নিয়োগ দেয় বিআইডব্লিউটিএ।

গত ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ৫০ জন উদ্ধার কর্মী ও ছয়টি সেলফার্জ বাস ভর্তি তিন, চার, পাঁচ ও ছয় ইঞ্চি তার নিয়ে ফেরিটি উদ্ধারের জন্য পৌঁছায়। ৯ দিন চেষ্টার পর মঙ্গলবার ফেরিটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/টিআর

আমানত শাহ ফেরি জেনুইন এন্টারপ্রাইজ ফেরি উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর