হেরোইনসহ পুলিশ কনস্টেবল আটক
লোকাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ১৮:৩১ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ১৮:৩২
৯ নভেম্বর ২০২১ ১৮:৩১ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ১৮:৩২
হিলি (দিনাজপুর): হাকিমপুর উপজেলার চণ্ডিপুর থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ। তিনি লালমনিরহাট জেলা সদরের চড় খট্টামারি গ্রামের আবু হানিফের ছেলে।
সোমবার (৮ নভেম্বর) রাতে চণ্ডিপুর গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ পুলিশ সদস্য আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি মধ্যপাড়া পাথরখনি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল কর্মরত রয়েছেন।
সারাবাংলা/একেএম