Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটির মধ্যে শুক্র-শনিতে ৮ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ২৩:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২১ ০০:১৬

ঢাকা: ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২২ দিন। এছাড়া ১ জুলাই ব্যাংক হলিডে ও ৩১ ডিসেম্বর ইয়ার এন্ড ক্লোজিংয়ের দিনও ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংকে ছুটি থাকবে ২৪ দিন।

তবে এই ২৪ দিনের মধ্যে আট দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। অবশ্য চাঁদ দেখা সাপেক্ষে একাদিক ছুটির দিন বদলেও যেতে পারে।

সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন শাখা থেকে আগামী বছরের ছুটির এই তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) মো. আনোয়ারুল ইসলাম এই ছুটির তালিকায় সই করেছেন।

ব্যাংকের ছুটির এই তালিকায় দেখা গেছে, আগামী বছর সর্বোচ্চ ছুটি থাকছে মে মাসে। ওই মাসে সাপ্তাহিক ছুটির বাইরেও ব্যাংক বন্ধ থাকবে পাঁচ দিন। তবে জানুয়ারি, জুন, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে সাপ্তাহিক ছুটির বাইরে কোনো ছুটি ব্যাংকাররা পাবেন না।

ছুটির তালিকা

আগামী বছরের জানুয়ারি মাসে কোনো ছুটি থাকছে না। ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে থাকছে প্রথম বাৎসরিক ছুটি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ, শব-ই-বরাত উপলক্ষে ১৯ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, জুমাতুল বিদা ও শবে কদর উপলক্ষে ২৯ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও ঈদুল ফিতর উপলক্ষে ২ থেকে ৫ মে ছুটি থাকবে ব্যাংকে।

এরপর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫ মে, ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই, ঈদুল আজহা উপলক্ষে ৯ থেকে ১১ জুলাই, আশুরা উপলক্ষে ৯ অগাস্ট, জাতীয় শোক দিবস ১৫ অগাস্ট ও জন্মাষ্টমী উপলক্ষে ১৮ অগাস্ট, দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ৫ অক্টোবর, ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ৯ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি থাকবে।

বিজ্ঞাপন

ছুটির এই তালিকায় শবে কদর, ১ জুলাইয়ের ব্যাংক হলিডে ও বিজয় দিবস পড়েছে শুক্রবারে। অন্যদিকে শবে বরাত, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল আজহার মধ্যে এক দিন ও  ৩১ ডিসেম্বরের ব্যাংক হলিডে পড়েছে শনিবারে।

সারাবাংলা/টিআর

ছুটির তালিকা বাংলাদেশ ব্যাংক ব্যাংক ছুটি ব্যাংকের ছুটি