করোনায় স্বজনহারাদের মনের ক্ষত সারাবে ‘কথা বলো, কথা বলি’
৮ নভেম্বর ২০২১ ২৩:১২ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ২৩:৪৪
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯০১ জন। অনেক পরিবারই হারিয়েছে একাধিক স্বজন। করোনা মহামারিতে স্বজন হারিয়ে যারা ভেঙে পড়েছেন, তাদের মনের ক্ষত সারাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে নতুন এক কর্মসূচি। করোনায় স্বজনহারাদের মনের ক্ষত সারাতে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান মনের খবর ও অধীর ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে ‘কথা বলো, কথা বলি’ কার্যক্রম।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিএসএমএমইউর মনোরোগ চিকিৎসকরা এই কার্যক্রমে সেবা দেবেন সেবাপ্রত্যাশীদের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের স্বজনরা দীর্ঘমেয়াদি নানা মানসিক সমস্যায় ভুগতে পারেন। মানসিক সমস্যা থেকে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে। এই কার্যক্রম তাদের অনেকটা উজ্জীবিত করতে পারবে।
স্বজন হারানো পরিবারের সদস্যদের এই সেবা গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে জানিয়ে বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিনা ফাতেমা বিনতে শহীদ বলেন, কারও স্বজন মারা গেলে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি— দুই ধরনের মানসিক প্রভাব পড়ে। প্রাথমিক প্রভাব চলার সময় তার সাহায্য চাওয়ার ক্ষমতা থাকে না। আবেগ এতটাই বেশি থাকে যে কোনো যুক্তি থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবেলায় মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। অনেকে কাজে যোগ দেবেন। কিন্তু আগের মতো কাজে মনোযোগ থাকে না। এক্ষেত্রে আমরা তাদের সহায়তা করতে পারব।
তিনি বলেন, কোভিড সংক্রমণ শেষের দিকে। এখনই স্বজনহারা মানুষের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া জরুরি। কারও কাছের মানুষ যখন হারায়, তখন তার বুকের ভেতরে কষ্ট জমাট বাঁধে। জমাট এই বরফ গলাতে আমাদের এই কার্যক্রম সহায়তা করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, কারও স্বজন মারা গেলে মানুষ ‘অধিক শোকে পাথর’ হয়ে যায়। এই পাথরটা ভাঙতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকরা ‘কথা বলো, কথা বলি’ কার্যক্রমের আওতায় সেবাপ্রত্যাশীদের টেলিফোনে পরামর্শ দেবেন। এই সেবা নিতে ফোন করতে হবে ০১৪০৭৪৯৭৬৯৬ নম্বরে। শুক্রবার ছাড়া যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে এই নম্বরে যোগাযোগ করে সেবা নেওয়া যাবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যাওয়া মৃত ব্যক্তির পরিবারের সদস্য, নিকটাত্মীয়, বন্ধুবান্ধব ও মৃত ব্যক্তির সেবায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে যারা স্বজনের অস্বাভাবিক মৃত্যু শোক ও কষ্ট বয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরতে কষ্ট হচ্ছে বা ফিরতে পারছেন না, এমন ব্যক্তিরা বিনামূল্যে এই চিকিৎসাসেবা নিতে পারবেন। এই সেবা টেলিফোনে দেওয়া হলেও চিকিৎসক প্রয়োজন মনে করলে কাউন্সেলিংয়ের জন্য তাকে হাসপাতালে ডাকতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কথা বলো, কথা বলি’র সমন্বয়ক ও বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল, বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানসহ অন্যরা।
সারাবাংলা/এসবি/টিআর
কথা বলো কথা বলি করোনায় স্বজন হারানো বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগ মানসিক ক্ষত