Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ১২:০০

পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার আগে হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করেছে ইরান।

রোববার (৭ নভেম্বর) থেকে ওই সামরিক মহড়া শুরু হয়েছে।

ইরান দাবি করছে, বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় বার্ষিক মহড়া চলছে। ২৯ নভেম্বর ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসছে ইরান। তার আগে এই মহড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, এই মহড়ার নাম দেওয়া হয়েছে জোলফাঘার ১৪০০। অবস্থানগত দিক থেকে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। এর একদিকে আছে ওমান উপসাগর, অন্যদিকে পারস্য উপসাগর। এই প্রণালি দিয়েই বিশ্বের ২০ শতাংশ তেল ভারত মহাসাগর হয়ে বিশ্বের অন্যত্র পরিবহন করা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সেনা, নৌ, বিমান বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। প্রায় ১০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে মহড়া চলছে। মহড়ায় বিভিন্ন সামরিক ইউনিট দেশে তৈরি ইলেকট্রনিক সামগ্রী ও ড্রোন ব্যবহার করছে বলে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে।

এ ব্যাপারে ইরানি সেনা কর্মকর্তা হাবিবুল্লাহ ডয়চে ভেলেকে জানিয়েছেন, তারা শুধু নিজেদের রক্ষণাত্মক ক্ষমতাই দেখাচ্ছেন না। প্রয়োজনে সীমান্ত পেরিয়ে যে কোনো ধরনের আগ্রাসন বন্ধ করার ক্ষমতার মহড়াও হচ্ছে।

সারাবাংলা/একেএম

ইরানের সামরিক মহড়া হরমুজ প্রণালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর