Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুজানগরে নির্বাচনি সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১১:১১

পাবনা: জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (৭ নভেম্বর) রাতে বনকোলা এলাকায় নৌকার প্রার্থী শফিউল ইসলাম এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী মল্লিকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘাতে জড়িত দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, আহতদের মধ্যে বনকোলা গ্রামের মিলন খানের ছেলে মোতালেব (৩৭), আব্দুল মজিদের ছেলে সাগর (৩৫) ও আব্দুর রহমান খানের ছেলে ফজলু (৫৫) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহত মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দুই চেয়ারম্যান প্রার্থী এই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন তারা।

সারাবাংলা/একেএম

আহত গুলিবিদ্ধ নির্বাচনি সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর