আমদানি কম: ফের বাড়ল কাঁচা মরিচের দাম
৮ নভেম্বর ২০২১ ১০:৪৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ১০:৪৮
হিলি (দিনাজপুর): ভারত থেকে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় হিলি স্থলবন্দরের আড়ত এবং খুচরা বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা বেড়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। আমদানি স্বাভাবিক হলে আবারো দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা।
সোমবার (৮ নভেম্বর) হিলির স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম বেড়েছে। সরবরাহ কমের কারণে দামে কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহ খানেক আগেও ৭৫-৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হলেও এখন কেজিপ্রতি ১০০-১১০ টাকা দাম হয়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
হিলি বাজারের ক্রেতা আব্দুর রউফ বলেন, কয়েকদিন আগেও হিলি বাজার থেকে ৬০ টাকা কেজি কাঁচা মরিচ কিনেছেন। আজকে কাঁচা মরিচের দাম অনেক বেশি। দাম বাড়ায় জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মিঠু জানান, বাজারে আগের তুলনায় আমদানিকৃত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। সে কারণেই মরিচের দাম একটু বেশি। ৮০ টাকা কেজির মরিচ প্রকারভেদে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সারাদেশে পণ্য পরিবহন ধর্মঘট চলছে। যেহেতু কাঁচা মরিচ পচনশীল পণ্য তাই ক্ষতির আশংকায় আমদানিকারকরা একটু কম আমদানি করছে। যার প্রভাবে দাম একটু বেড়েছে। আমদানি বাড়লেই দাম কমে আসবে।
হিলি কাস্টমসের তথ্য মতে, বন্দর দিয়ে সর্বশেষ শনিবার (৬ নভেম্বর) ভারতীয় এক ট্রাকে আড়াই মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
সারাবাংলা/একেএম