এলিফ্যান্ট রোডের পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা
৭ নভেম্বর ২০২১ ২২:৫৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ০০:৩৫
ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেসার্স রহমান অ্যান্ড কোং নামের পেট্রোল পাম্পটিকে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে ভোক্তাকে পরিমাপে কম দেওয়ার নজির পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পেট্রোল পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর