Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমকামিতার অভিযোগ তুলে বিবস্ত্র করে তরুণীকে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ২৩:২২

ঠাকুরগাঁও: সদর উপজেলার রোড বাজার এলাকায় এক তরুণীকে (২০) বিবস্ত্র করে মধ‍্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। সমকামিতার অভিযোগ তুলে নির্যাতনের পরে ওই তরুণীর চুল কেটে দেয় তারা।

রোববার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আলম (৫২) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শনিবার রাতে আলমসহ আরও ৭ থেকে ৮ জনের একটি দল ওই তরুণীকে ডেকে নিয়ে বিবস্ত্র করে নির্যাতনের পর চুল কেটে দেয়।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে গিয়ে এভাবে মারধর করা হয়েছে। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দেওয়া হয়েছে। আরেকটি মেয়ের সঙ্গে আমার অবৈধ সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে, এ ব‍্যাপারে আমি কিছুই জানি না।’

নির্যাতনের ঘটনায় আটক আলম বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক থাকায় মেয়ের বিয়ে দিতে পারছি না। তাই মেয়েটিকে ডেকে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এর একপর্যায় মোবারক আলী মেয়েটিকে মারধর করে চুল কেটে দেয়।’

স্থানীয় বাসিন্দা সালাম বলেন, ‘মেয়েটির বাবা নেই। মা-মেয়ে কাজ করে খায়। এভাবে অদ্ভূত একটা দায় চাপিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছেন।’

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

তরুণীকে নির্যাতন বিবস্ত্র সমকামিতার অভিযোগ