Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বখাটেদের ছুরিকাঘাতে এসএসসি শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ২১:০৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় আল-হেলাল ইসলামী একাডেমি চত্বরে কয়েকজন বখাটের ধারালো অস্ত্রাঘাতে একজন অনিয়মিত এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী তন্ময় আহম্মেদ তপু (১৭) শহরের নুরনগর কলোনীপাড়ার দলিল লেখক আব্দুল মজিদের ছেলে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে পূর্ব বিরোধের জেরে বখাটেরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, নিহত তন্ময় আহম্মেদ তপু আল-হেলাল ইসলামী একাডেমির এসএসসির অনিয়মিত ছাত্র ছিলো। ঘটনার আগে সে একাডেমির বিদায় অনুষ্ঠানস্থলের পিছনে দাঁড়িয়ে ছিলো। প্রথমে বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর বেলা ১২টার পর ৩ জন বখাটে একটি লাল রঙের মোটরসাইকেলে এসে অনুষ্ঠানে উপস্থিত তন্ময় আহম্মেদ তপুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়।

এ সময় তপু গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আল সালান তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে কেটে ক্ষতবিক্ষত হওয়ার চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘তন্ময় আহম্মেদ তপুর হত্যাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এমও

এসএসসি শিক্ষার্থী চুয়াডাঙ্গা ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর