Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চ ভাড়া বাড়ল ৩৫ শতাংশ, আজ থেকেই কার্যকর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৯:৫০ | আপডেট: ৭ নভেম্বর ২০২১ ২০:১৫

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীবাহি নৌযানের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারে বাড়ল ৬০ পয়সা। আর সর্বনিম্ন ভাড়া বাড়ল ১৮ টাকা থেকে ৩০ টাকা। নতুন নির্ধারিত ভাড়া এখন থেকেই কার্যকর করার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিএ।

রোববার (৭ নভেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে নতুন এ ভাড়া নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞাপন

এর আগে, বিকাল সাড়ে তিনটায় বিআইডব্লিউটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। লঞ্চ মালিক সমিতি ও যাত্রী পরিবহন সংস্থা এবং বিআইডব্লিউটিএ এই তিন পক্ষের বৈঠকে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বৈঠকে প্রতি কিলোমিটারে ৬০ পয়সা ভাড়া বৃদ্ধি অর্থাৎ বর্তমান ভাড়ার চেয়ে ৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বর্তমানে কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘২০১৩ সালের পর জ্বালানি তেলের দাম না বাড়ায় নৌ যানের ভাড়া বাড়ানো হয়নি। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নৌযান শ্রমিকদের বেতন ভাতা, নৌ যান মেরামত, অন্যান্য পরিচালনা ব্যয় যেমন প্রশাসনিক, ভ্যাট, আয়কর, আনসারদের বেতন, ইনস্যুরেন্স, লাইন খরচ, মুনাফা ইত্যাদি বিবেচনায় নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সায় দেওয়া হচ্ছে। অন্যদিকে নৌ যান মালিকেরা দীর্ঘ দিন ধরেই ভাড়া সমন্বয়ের কথা বলে আসছে।’ যাত্রীদের ওপরে যাতে চাপ না পড়ে সেদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বলেন, ‘নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া সারাবাংলাকে বলেন, ‘২০১৩ সালের পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। আমরা লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। ৮ নভেম্বর এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা ছিলো কিন্তু এরমধ্যেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলো। এ জন্য এই মুহূর্তে লঞ্চ ভাড়া বাড়ানো জরুরি হয়ে পড়েছিল।’

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের মূল্য ১৫ টাকা করে বাড়ানো হয়। এর আগে ২০১৩ সালে সরকার তেলের দাম বাড়ালে লঞ্চ ভাড়াও সমন্বয় করা হয়। তখন ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিলো। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ১ টাকা ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তখন জনপ্রতি ভাড়া ১৮ টাকা নির্ধারণ করা হয়। এবার ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হলো।

সারাবাংলা/জেআর/এমও

জ্বালানি তেল নৌযানের ভাড়া বিআইডব্লিউটিএ লঞ্চ ভাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর