Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত নভেম্বরের চেতনায় গণজাগরণের আহ্বান বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৯:৪২

চট্টগ্রাম ব্যুরো: সাত নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আখ্যায়িত করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এ উপলক্ষে এক সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন দেশবাসীকে সাতই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

রোববার (৭ নভেম্বর) সকালে নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করে নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় দলটির পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে শাহাদাত হোসেন বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ আধিপত্যবাদের ভাবনায় প্ররোচিত হয়ে তৎকালীন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জিয়াউর রহমানকে সেনানিবাসে বন্দি করে। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। সাত নভেম্বরের বিপ্লবের মাধ্যমেই দেশে বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল। কিন্তু আজকের বাংলাদেশে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা বলতে কিছুই নেই। তাই সাতই নভেম্বরের চেতনা ধারণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

সমাবেশে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘জাতির জন্য ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। ৭ নভেম্বর সৃষ্টি না হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। কিন্তু দেশে এখন গণতন্ত্র বলতে কিছুই নেই। দেশে চলছে একনায়কতন্ত্রের আধিপত্যবাদ। এ অবস্থায় আমাদের ৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

বিজ্ঞাপন

নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য এরশাদ উল্লাহ, হারুন জামান, মাহাবুবুল আলম, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন।

সারাবাংলা/আরডি/এমও

গণজাগরণের আহ্বান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপি সাত নভেম্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর