Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে কেন্দ্রে এক জনের বেশি অভিভাবক নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৮:২৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২১ ১৮:৩৮

ঢাকা: এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবককে কেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীর সঙ্গে যিনি কেন্দ্রে যাবেন, তাকেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে।

রোববার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনার কথা বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে হবে। এজন্য একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে কেন্দ্রে যেতে পারবেন না।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে ৫ সেপ্টেম্বর জারি করা গাইডলাইন পালন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরি করার কারণ উল্লেখ করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন

প্রশ্নপত্র বহনের নির্দেশনায় বলা হয়েছে, ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি কর্মকর্তাসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুনির্বচনি প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা নিতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও সইয়ের বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মাউশি। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও বলেছে দফতরটি।

অনিবার্য কারণে কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রটি দেশের সব বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের পাঠানো হয়েছে। গত ২ নভেম্বর এই পরিপত্রটি প্রকাশ করা হয়।

সারাবাংলা/টিএস/টিআর

এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর