Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৮:১৫

ঢাকা: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম মারা গেছেন। রোববার (৭ নভেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খরব শুনে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম আজ দুপুর ১টার দিকে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

বিজ্ঞাপন

এদিকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুদ্ধ সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে গাড়িও ভাংচুর করে। বন্ধ হয়ে যায় ওখানকার সব দোকানপাট।

এর আগে, গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে এক দল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে আহত হন জহিরুল ইসলাম। এ সময় জহিরুল ছাড়াও তার ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারসহ আরও তিন জন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর