Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বিত ব্যাংকের নিয়োগে ‘প্রশ্নফাঁস’, পরীক্ষা বাতিলের দাবি

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৬:৫৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ০০:১৭

ঢাকা: প্রশ্ন ফাঁসের অভিযোগে সমন্বিত ব্যাংকের (অফিসার ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ পরীক্ষার্থীরা। তাদের দাবি, অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে তদন্ত কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে পরীক্ষার দায়িত্ব পাওয়া আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে সাধারণ পরীক্ষার্থীরা রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন করেন। এসময় তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে বাংলাদেশ ব্যাংকে একটি স্মারকলিপিও দেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পরীক্ষায় অংশ নেওয়া একজন সারাবাংলাকে বলেন, ‘আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় কিভাবে প্রত্যেকবার টেন্ডার পায় জানি না। প্রতিবারই কোনো না কোনো ঝামেলা করে এই বিশ্ববিদ্যালয়। গত শনিবার (৬ নভেম্বর) অফিসার ক্যাশ) পদে সমন্বিত ব্যাংকের পরীক্ষায় সব প্রশ্নের উত্তর সরবরাহ করা হয়। এর আগেও হল থেকে ফোন পাওয়া গিয়েছিল।’

প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগ খোঁজ করতে গিয়ে জানা যায়, পরীক্ষার হলে হল সুপার নিজেই উত্তরপত্র সরবরাহ করেন। তা পেয়ে হলের সবাই উত্তর পত্র দাগাচ্ছেন। এ সংক্রান্ত একটি ছবি সারাবাংলার হাতে এসেছে। এছাড়া সরবরাহ করা উত্তর পত্রের কপিও সারাবাংলার হাতে এসেছে।

জানা যায়, ওই দিন পরীক্ষা ছিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। কিন্তু পরীক্ষা শুরুর আগে বেলা ২টা ৬ মিনিটে অনেকের হাতে প্রশ্নের উত্তর পত্র পড়তে দেখা যায়। আগেই যেসব উত্তর পত্র পাওয়া যায়, পরীক্ষায় আসা প্রশ্নপত্রের সঙ্গে তা হুবহু মিলে যায়। কেউ মোটরসাইকেলে পড়ছেন, কেউ সিএনজিতে পড়ছেন, এমন ছবিও সারাবাংলার হাতে এসেছে।

বিজ্ঞাপন

আবার অনেকে ম্যাসেঞ্জারে উত্তরপত্র পেয়েছেন। এছাড়া খিলগাঁওয়ে একটি কেন্দ্রে একজন নারী পরীক্ষার্থী প্রবেশপত্র সমস্যা দেখিয়ে ওএমআর শিটসহ বাইরে যান। ওএমআর পূরণ করে এসে তা জমা দিলেও কিছু বলা হয়নি।

পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংক ছাড়াও ব্যাংকার্স সিলেকশন কমিটি ও দুদকের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারী শিক্ষার্থী।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত কমিটি গঠন হতে পারে।’

জানতে চাইলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/ইউজে/এমও

পরীক্ষা বাতিলের দাবি প্রশ্নফাঁস সমন্বিত ব্যাংক