বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া
৭ নভেম্বর ২০২১ ১১:৩৬
ঢাকা: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরবেন তিনি।
রোববার (০৭ নভেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান।
এর আগে, ১২ অক্টোবর নিয়মিত চেকআপ-এর জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তখন চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পর্যালোচনা করে।
পরে ২৫ অক্টোবর বায়োপসির জন্য খালেদা জিয়ার ‘সফল’ অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেদিন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, বেগম খালেদা জিয়া এখন একদমই সুস্থ আছেন। কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলেছেন, তার ভাই (শামীম এস্কান্দার) কথা বলেছেন এবং আমাদের দু’জন ডাক্তার নিশ্চিত করেছেন যে তিনি এই মুহূর্তে সুস্থ আছেন। শি ইজ আউট অব এভরিথিং। অর্থাৎ বিপদের কোনো আশঙ্কা নেই বলে তারা (চিকিৎসকেরা) মনে করেন।’
উল্লেখ্য, গত বছর ২৫ মার্চ কারামুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে থাকা অবস্থায় এ বছর ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। এরপর কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া।
সারাবাংলা/এজেড/আইই