খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির ঢামেকে মৃত্যু
৭ নভেম্বর ২০২১ ১০:৪৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২১ ১০:৫০
ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম আশরাফুল আলম বাচ্চু (৪৫)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকুরি করতেন বলে জানা গেছে। গতকাল শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে ওসি মাজহারুল হক জানান, নিহত আশরাফুল আলম বাচ্চুর বাড়ি জামালপুর জেলায়। রাতে একটি ট্রেনে করে বোনকে সঙ্গে নিয়ে ঢাকায় আসে। খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনটির গতি কমিয়ে দিলে ট্রেন থেকে নেমে রেললাই পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকুলি করতেন বলে জানা গেছে। তার মৃতদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস