Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবিশ্বে দেশীয় শিল্প ছড়াচ্ছেন সিরাজগঞ্জের তরুণ

রানা আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ০৯:৩৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২১ ১০:০৪

মেহেদী হাসান আশিক, ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: বাংলাদেশে তৈরি করা চিত্রকর্ম, ক্রাফট ও হস্তশিল্পের মত নানা শিল্পকর্মগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ‘পেইন্টবিট (paintbeatart.com)’ নামের একটি শিল্পভিত্তিক অনলাইন আন্তর্জাতিক প্রোডাক্ট আউটলেট মার্কেটপ্লেসের কাজ শুরু করেছেন সিরাজগঞ্জের তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান আশিক। এতে করে ঐতিহ্য সমৃদ্ধ শিল্পকর্মগুলো বিশ্বব্যাপী দেশের সংস্কৃতিকে সমাদৃত করবে। একইসঙ্গে দেশের পিছিয়ে পড়া শিল্পী ও কলাকুশলীদের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই প্লাটফর্ম।

বিজ্ঞাপন

এক বছর আগে মেহেদী হাসান আশিকের নেতৃত্বে কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু করেছে ‘পেইন্টবিট আর্ট’ নামের এই অনলাইন মার্কেটপ্লেস প্লাটফর্মটি। এই তরুণদের নিজস্ব পরিকল্পনা ও বিনিয়োগের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেহেদী হাসান আশিক জেলা শহরের গোশালা এলাকার বসিন্দা। বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে লেখাপড়া করছেন তিনি। তিনি একাধারে একজন উদ্যোক্তা, লেখক ও শিল্পপ্রেমী যুবক। গবেষণা, উদ্যোগ, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন তিনি।

নিজের উদ্যোগের বিষয়ে পেইন্টবিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী মেহেদী হাসান আশিক বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের শিল্পকর্ম বিক্রির জন্য তেমন কোনো ভালো সুযোগ নেই। এ কারণে তারা তাদের সৃষ্টিশীল কাজের উপযুক্ত মুল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিল্পকর্মে আগ্রহ হারাচ্ছেন অনেকেই, ব্যহত হচ্ছে শিল্পচর্চার। অথচ বিশ্বব্যাপী শিল্পকর্মের চাহিদা বেড়েই চলছে। তাই এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল যেখানে শিল্পী নিজে দোকান খুলে স্বাধীনভাবে তার শিল্পকর্ম বিক্রি করতে পারবে। এই ভাবনাগুলো থেকেই পেইন্টবিটের যাত্রা। এখান থেকে দেশ-বিদেশের যেকোনো ক্রেতা মূল্য পরিশোধ করে শিল্পকর্মগুলো ক্রয়-বিক্রয় করতে পারবে। এক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোও এখানে যুক্ত আছে। যে কোন শিল্পীর জন্যই এটা একটা বিরাট সুযোগ। একটি অনলাইন শপ খুলে মুহূর্তেই তারা তাদের শিল্পকর্মগুলোকে আপলোড করতে পারবেন। এরপর কন্টেন্ট রাইটিং, এডিটিং, ডিজিটাল মার্কেটিং, পেমেন্ট ও কাস্টমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রেতার ঘরে শিল্পকর্মগুলো পৌঁছে দেওয়ার সব কাজ আমরাই করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের শিল্পকর্ম বিশ্বপব্যপী ছড়িয়ে দেওয়া, দেশে একটি শিল্পসম্মত বাজার তৈরি করা, পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো, পাটজাত পণ্যগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সমস্ত শিল্পীদের একটি প্লাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য। নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত করাও তার মধ্যে অন্যতম। আমাদের দেশের অনেক নারী রয়েছেন- যারা নকশিকাঁথা, হস্তশিল্প, বুটিক, শীতলপাটির মত অনেক শিল্পসমৃদ্ধ কাজ করেন। কিন্তু গৃহিণীরা অনেক ক্ষেত্রেই শিক্ষা থেকে বঞ্চিত হন। এজন্য তারা জানেন না কিভাবে ঘরে বসে আয় করা যায়, তাদের পণ্যগুলো কিভাবে দেশে ও বিদেশের ছড়িয়ে দেওয়া যায়। আমরা পেইন্টবিটের মাধ্যমে তাদের পণ্যগুলোকে বিক্রির মধ্য দিয়ে আয় বৃদ্ধিতে কাজ করতে পারব। একজন নারী যখন টাকা আয় করবে তা দিয়ে তার সন্তানকে লেখাপড়া করাতে পারবেন। এভাবে অন্যের ওপর নির্ভরশীল না হয়েও স্বনির্ভর হয়ে জীবনযাপন করতে পারবেন। এভাবে আমরা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারব। আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের পেইন্টিং, ক্যালিগ্রাফি, স্কেচ, ক্রাফট, হাতের তৈরি গয়না, হ্যান্ড পেইন্টেড ড্রেস, পাটজাত পণ্য, ডিজিটাল আর্ট এবং ফটোগ্রাফিও ক্রয়-বিক্রয় করা হয়। চাইলে যে কেউ অর্ডার দিয়ে কাস্টোমাইজড চিত্রকর্ম বা স্কেচও করিয়ে নিতে পারেন।’

তরুণ উদ্যোক্তা মেহেদী বলেন, ‘শুরু থেকে আজ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে নানা সমস্যা সমাধান করেই সামনে আগাতে হয়েছে। শিল্প নিয়ে বিপ্লব করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমরা। এখন আমরা সেই স্বপ্ন পূরণের পথে হাঁটছি। স্বপ্ন পূরণের যে আনন্দ তা আমরা এখন কিছুটা উপলব্ধি করতে পারছি। আমাদের ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডি, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েসহ প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য কয়েক লাখ টাকা বিনিয়োগ করে করছি।’

তবে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা পেলে বা সরকারের সংশ্লিষ্ট শাখা থেকে যদি কোনো ধরনের সহযোগিতা করা হয় তাহলে তাদের উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছেন তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান আশিক।

সারাবাংলা/এনএস

তরুণ উদ্যোক্তা দেশীয় শিল্পকর্ম পেইন্টবিট মেহেদী হাসান আশিক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর