Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল-গ্যাস ও টিসিবি’র পণ্যের দাম কমানোর দাবি বাসদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ২৩:০৬

ঢাকা: জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, এলপি গ্যাস ও টিসিবি’র পণ্যের বর্ধিত মূল্য কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার (৭ নভেম্বর) পল্টন মোড়ে বাসদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তরা বলেন, পাশের দেশে তেল পাচার ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। সরকার শুধুমাত্র বিভিন্ন পর্যায়ে শুল্ক ১৭ টাকা কমালে মূল্য বৃদ্ধির কোনো দরকার নেই। সরকারি শুল্ক ও অন্যান্য খরচ কমালে তেলের দাম না বাড়িয়ে বরং কমানো সম্ভব।

তারা বলেন, গত সাত বছর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকার পরও দেশে দাম না কমিয়ে সরকার ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। এই মুনাফার একটা অংশ এখন ভর্তুকি হিসেবে দিলেও দাম বাড়ানোর প্রয়োজন হতো না। তেল পাচারের অজুহাতও ভুয়া। কারণ, তেল পকেটে করে পাচার করা যায় না। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশ, বিজিবি কেন পাচার রোধ করতে পারে না?

বক্তরা আরও বলেন, অবিলম্বে জ্বালানি তেল, এলপি গ্যাস ও টিসিবি’র পণ্যের মূল্য বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে গ্রাম-শহরে রেশনিং চালু, শুল্কসহ অন্যান্য সরকারি খরচ কমাতে হবে। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম নেত্রী রুখশানা আফরোজ আশা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা জসিম উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে বিজয়নগর, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর