Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চের মধ্যে শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ২১:২২

রাঙ্গামাটি: সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এছাড়া একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে বলেও জানান লোকমান হোসেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ‘দেশে এখন কোভিড-১৯ টিকার ঘাটতি নেই। আড়াই কোটি টিকা মজুদ আছে, কিছু দিনের মধ্যে আরও দুই কোটি টিকা আসবে এবং এখন থেকে প্রতিমাসে ৪ কোটি করে টিকা আসতে থাকবে। তাছাড়াও যৌথভাবে দেশে যে কোন সময় টিকার উৎপাদন শুরু হতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কভিড পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। একদিনে ৮০ লাখ পর্যন্ত লোককে টিকা দিতে সক্ষম হয়েছে স্বাস্থ্য বিভাগ।’

স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের নিয়োগ প্রসঙ্গে সচিব বলেন, ‘দেশের ৩৪ হাজার ডাক্তার ছিলো, আরও নতুন করে ৪ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। ৪২ হাজার নার্স ছিলো, নতুন করে সাড়ে ৮ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। নার্স নিয়োগে দ্রুততার জন্য রিটার্নে যারা আসছে, তাদের সবাইকে নিয়োগ দেয়া হয়েছে। দেশে এখন ৩৩০ টন লিকুইড অক্সিজেন মজুদ আছে।’

পাহাড়ের প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানকার উপজেলাগুলোর মধ্যে আমি বিলাইছড়ি ভ্রমণ করেছি; সেখানে হাসপাতালে গিয়ে দেখলাম ৭ জন রোগী আছে, তো সেখানে যদি ১৪ জন ডাক্তার দেওয়া হয় তাহলে রোগী প্রতি ডাক্তার হবে দুইজন। সেজন্য যেখানে রোগী বেশি সেখানে ডাক্তার দিব, নার্স দিব। সারাদেশে যেখানে রোগী বেশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক-নার্স দেওয়া হবে। এ বিষয়ে সিভিল সার্জনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

বিজ্ঞাপন

রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার কোভিড পরিস্থিতি সর্ম্পকে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটির প্রায় ৭ লাখ ১৫ হাজার মানুষের মধ্যে ৩ লাখ ৭ হাজার ১৫৫ জন কোভিড টিকা জন্য রেজিস্ট্রেশন করেছেন। যার মধ্যে প্রথম ডোজ গ্রহন করেছেন ২ লাখ ৮০ হাজার ৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪৬৮ জন; যা মোট জনসংখ্যার ৩০.৪২ শতাংশ। এমনকি জনসংখ্যার দিক দিয়ে টিকা দেওয়ার হারে দেশের মধ্যে সর্বোচ্চ রাঙ্গামাটি।

সারাবাংলা/এমও

কোভিড-১৯ টিকা ভ্যাকসিন রাঙ্গামাটি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর