Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ কম্পিউটার সোসাইটি’র সঙ্গে বেসিসের সমাঝোতা চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৮:০৭

চুক্তি সই অনুষ্ঠান | বেসিস

ঢাকা: ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ওই চুক্তি সই হয়।

লন্ডনের কুইন এলিজাবেথ আই আই সেন্টারে চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লুসি আয়ারল্যান্ড এমবিসিএস, বিসিএস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর আন্তর্জাতিক অনবোর্ড ও সাপোর্ট স্টিফেন টুইডের উপস্থিতিতে বেসিস ও বিসিএসের মধ্যে এই চুক্তি সই হয়।

এ ব্যাপারে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্থানীয় বাজারে অধিক সক্ষমতা অর্জনে দক্ষতার স্বীকৃতি দরকার। বাংলাদেশ আইটি খাতে প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছে। দেশীয় আইসিটি বাজার ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের আইসিটিকে এগিয়ে নিয়ে দক্ষতা অর্জন জরুরি। ওই লক্ষ্যমাত্রা অর্জনে বেসিস ইনস্টিটিউশন অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর মাধ্যমে বেসিস এই চুক্তি সই করে। এই চুক্তির ফলে বিভিন্ন আইটি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সার্টিফিকেট দেওয়া হবে।

বিজ্ঞাপন

পাশাপাশি, দেশে আন্তর্জাতিক কোয়ালিফাইড এবং সার্টিফাইড ইঞ্জিনিয়ার বাড়বে। এছাড়াও দেশের আইসিটি সেক্টরের ওপর বিদেশি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। যা তথ্যপ্রযুক্তিখাতে দেশের ব্র্যান্ড ইমেজ বাড়াবে।

বাংলাদেশের আইসিটি শিল্পে আধুনিক দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সফটওয়্যার টেস্টিং পর্যন্ত বিস্তৃত আইটি সংক্রান্ত পেশাদার সার্টিফিকেশন প্রদান করাই এই চুক্তির মূল লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আইসিটি সেক্টর আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

সারাবাংলা/ইএইচটি/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর