সংবিধানের আলোকে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করতে হবে
৬ নভেম্বর ২০২১ ১৪:৫৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৫:২৪
ঢাকা: সংবিধান, রাষ্ট্রপতি ও আদালতের প্রতি আস্থা রেখে সার্চ কমিটি গঠন করতে হবে। এই নিয়ে বির্তক করার কোনো সুযোগ নেই। বরং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে আগামী ২০২৩ সালের নির্বাচন পরিচালনা করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কমিশন গঠন করার ক্ষেত্রে কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপসের কোনো সুযোগ নেই। শনিবার ( ৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ইলেকশন মনিটরিং ফোরাম এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ সব কথা বলেন।
আয়োজিত সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবেদ আলীর সভাপতিত্বে ‘নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটির ভুমিকা ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন বুয়েটের প্রো-ভিসি ও ফোরামের পরিচালক ড. আব্দুল জব্বার খান। এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফোরামের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান, সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম প্রমুখ।
বিচারপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘জাতির জনক ১৯৭২ সালে যে সংবিধান প্রণনয়ন করেছেন এটা পৃথিবীর সেরা সংবিধানের একটি। এই সংবিধানের আলোকে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নিয়ে বির্তক করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে দিয়ে সার্চ কমিটি গঠন করবেন। সেই সার্চ কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে। এই মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচননকমিশন গঠন করা হলে এর চেয়ে ভালো আর কোনো কমিটি হতে পারে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের সংবিধান, রাষ্ট্রপতি ও আদালতের প্রতি আস্থা রাখতে হবে। এই আলোকে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে নতুন করে বির্তক করার কোনো সুযোগ নেই। সংবিধান, রাষ্টপতি ও আদালতের প্রতি আস্থা রাখলে বির্তক করার সুযোগ কমে যাবে।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় দর্শন হলো সব মানুষ একই বিষয়ে ঐকমত্য হবে না, হতে পারে না। এ সব বিষয় মাথা রেখেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
সাংবাদিক অজয় দাসগুপ্ত বলেন, ‘নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন যাই গঠন করা হোক না কেন, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের দিয়েই সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করতে হবে।’
সারাবাংলা/জিএস/একে