নোয়াখালী বিভাগ ও হাতিয়া জেলার দাবিতে মানববন্ধন
৬ নভেম্বর ২০২১ ১৪:৪৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৫:০০
ঢাকা: নোয়াখালী বিভাগ এবং হাতিয়া কেন্দ্রিক জেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীকে কোনোভাবে বিভাগ থেকে বঞ্চিত করা হলে অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বক্তারা।
শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর খুনের মূল পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের জন্মস্থান কুমিল্লাকে কোনোভাবেই যে কোনো নামে বিভাগ মেনে নেবে না বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালীবাসী। বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রায় ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে নোয়াখালী অঞ্চলের ব্যবসায়ীরা। সুতরাং নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে এটি হবে একটা বিমাতা সুলভ আচরণ।
বক্তারা আরও বলেন, রাজধানী ঢাকা থেকে সড়কপথে কুমিল্লার দূরত্ব মাত্র ৮০/৮৫ কিলোমিটার, যা এক ঘণ্টার পথ। আর কুমিল্লার দাউদকান্দি উপজেলা হতে রাজধানী ঢাকার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার, যা আধা ঘন্টার পথ। সুতরাং রাজধানীর এত কাছাকাছি জেলা কুমিল্লাকে বিভাগ করার কোনো সুযোগ নেই। আবার কুমিল্লা থেকে মাত্র ছয় সাত কিলোমিটার পূর্ব দিকে ভারতের ত্রিপুরার সোনামুড়া বাজার, সুতরাং ভৌগোলিকভাবে কৌশলগত কারণে ও কুমিল্লাকে কোনোভাবেই বিভাগ করা যায় না। বলা যায় এক কর্নারে এক কোণায় অবস্থিত একটি পকেট জায়গাকে বিভাগ করার কোনো সুযোগ নেই।
বক্তারা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বঙ্গোপসাগর বিধৌত বৃহত্তর নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণা করা হলে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়বে। দেশ এবং জাতি এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবেন- এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কোটি মানুষের।
সভায় বক্তারা দাবি জানিয়ে বলেন, ২০০ বছরের প্রাচীন জেলা নোয়াখালী অঞ্চলের আয়তন প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার অথচ এই জেলার উপজেলার সংখ্যা ৯টি, পক্ষান্তরে কুমিল্লার আয়তন ৩০৮৫ বর্গকিলোমিটার অথচ এই জেলার উপজেলার সংখ্যা ১৭টি। একটা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে এই বৈষম্য দূর করতে হবে। নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলাকে বিভাজন করে আরও কমপক্ষে সাতটি নতুন উপজেলা করতে হবে এবং এ নবগঠিত উপজেলা সমূহের সমন্বয়ে হাতিয়া কেন্দ্রিক একটি নতুন জেলা গঠন করতে হবে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নোয়াখালীকে কোনভাবে বিভাগ থেকে বঞ্চিত করা হলে অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে একাধিক সংগঠন সংহতি প্রকাশ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফুয়হাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের সঞ্চালনায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকায় নোয়াখালী ভোলা সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, শাহাবুদ্দিন ও বিধান ভৌমিকসহ আরও অনেকে।
সারাবাংলা/কেআইএফ/এনএস