কক্সবাজারে শ্রমিকলীগ সভাপতিসহ ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ
৬ নভেম্বর ২০২১ ১১:৫২ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১১:৫৭
কক্সবাজার: জেলা শহরের লিংক রোডে প্রতিপক্ষের গুলিতে জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই কুদরত উল্লাহ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আহত কুদরত ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
বর্তমানে আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টায় একদল মোটরসাইকেল আরোহী লিংকরোডে অবস্থিত কুদরত উল্লাহর অফিসের সামনে এসে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ১০টায় লিংকরোডে নিজরে ব্যক্তিগত অফিসে বসে জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিষযে কথা বলছিলেন কুদরত উল্লাহ। এ সময় মোটরসাইকেল নিয়ে একদল লোক এসে অফিসের ভেতরে গুলি করে পালিয়ে যায়।
আহতদের বরাত দিয়ে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী বলেন, পূর্ব শত্রুতার জেরে একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী লিয়াকত ও তার সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল নিয়ে এসে জহির ও কুদরতকে গুলি করে পালিয়ে যায়। এতে কুদরত উল্লাহ হাতের একটি আঙুল ছিঁড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/এনএস