Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৭৬৮৮ হাজার মানুষের মৃত্যু

সারাবাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২১ ০৯:১৮ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ০৯:২১

ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, শনিবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৫৩ হাজার ৭৯৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৯৫৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৭০৫ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬৮৮ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫ হাজার ২০১ জন। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৬৬১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জন মানুষ মারা গেছেন।

এ ছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জন। রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

এ ছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০৬, মৃত্যু ১৭৮, যুক্তরাজ্য নতুন আক্রান্ত ৩৪ হাজার ২৯, মৃত্যু ১৯৩, তুরস্কে নতুন আক্রান্ত ২৮ হাজার ১৯৩, ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার ১৮৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৫ হাজার ৯২৪ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর