Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ২০:৩৯

ভৈরব: ভৈরবে ঘুমন্ত নবজাতককে তুলে নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শিশুর নাম আয়ান, বয়স মাত্র ১৫ দিন। সে পৌর শহরের কালিপুর গ্রামের ইদ্রিস-শাকিলা দম্পতির প্রথম সন্তান। বাবা ইদ্রিস মিয়া পেশায় একজন মোবাইল মেকানিক।

রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ইদ্রিস মিয়ার স্ত্রী শাকিলা বেগম তার ১৫ দিন বয়সী নবজাতক শিশুকে সঙ্গে নিয়ে নিয়ে নিজ শয়নকক্ষে শুয়ে ছিলেন। এসময় বাচ্চাটিকে গোসল করাতে ডাকতে আসেন নবজাতকের দাদী শামসুন্নাহার বেগম।

এসময় তিনি বাচ্চাটিকে বিছানায় দেখতে না পেয়ে বাচ্চার মাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বাচ্চা কোথায় জানতে চান? এসময় তাদের দু’জনের চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে এবং বাচ্চাটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাথরুমের দরজা খুলে বাচ্চাটিকে বালতির পানিতে ডুবন্ত অবস্তায় দেখতে পান নবজাতকের চাচা দাউদ মিয়া।

পরে বাচ্চাটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি থানায় জানানো হলে ভৈরব থানার এসআই রফিক হাসপাতাল থেকে নবজাতকের লাশ থানায় নিয়ে যায়।

ভৈরব থানার ওসি (অপারেশন) তারিকুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পরিবারের প্রত্যেক সদস্যকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর