Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই বছর পর নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সিট বরাদ্দের আবেদন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৮:৩৬

নোবিপ্রবি: দীর্ঘ আড়াই বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবেদন শুরু হয়েছে। যা ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

হলের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি নোবিপ্রবির ২য় সমাবর্তনের সময় এ হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনের প্রায় আড়াই বছর পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) হল প্রভোস্ট মো. মাজনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলে সিট বরাদ্দের জন্য আবেদনের জন্য বলা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও ইন্সটিটিউটের বিভিন্ন বর্ষের ছাত্রীদের আবাসিক সুবিধা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসন বরাদ্দ দেওয়া হবে। আসনপ্রত্যাশীদের আগামী ২০ নভেম্বর এর মধ্যে http://bsmrh.com/register এই লিংকে তথ্য দিয়ে আবেদন করার নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪৮০ জন নারী শিক্ষার্থী থাকতে পারবেন।

সারাবাংলা/এমও

আবেদন নোবিপ্রবি সিট বরাদ্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর