যমুনা ব্যাংকের রিকভারি সাইট হোস্ট করবে ফেলিসিটি আইডিসি
৫ নভেম্বর ২০২১ ১৬:৫৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২১ ১৭:০৯
যমুনা ব্যাংকের ডিজ্যাস্টার রিকভারি সাইট ও ইনফ্রাস্ট্রাকচার হোস্ট করা হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। সেখানে ফেলিসিটি আইডিসি’র আন্তর্জাতিক মানের ক্যারিয়ার নিউট্রাল ট্রায়ার-থ্রি ডেটা সেন্টারে হোস্ট হবে এই সাইট ও ইনফ্রাস্ট্রাকচার।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) যমুনা ব্যাংক ও ফেলিসিটি আইডিসি’র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ফেলিসিটি আইডিসি তাদের বঙ্গবন্ধু হাইটেক পার্কের টায়ার-থ্রি ডেটা সেন্টারে কো-লোকেশন পদ্ধতিতে যমুনা ব্যাংকের ব্যাকআপ সাইটটি হোস্ট করবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এবং ফেলিসিটি আইডিসি’র চেয়ারম্যান ময়নুল হক ছিদ্দিকী ও সিইও শরিফুল আলম।
এছাড়াও যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও এ কে এম আতিকুর রহমান, আইসিটি ডিভিশনের হেড সৈয়দ জাহিদ হোসেন, ফেলিসিটি আইডিসি’র ডিজিএম ফিরোজ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর
টায়ার-থ্রি ডেটা সেন্টার ডিজ্যাস্টার রিকভারি সাইট ফেলিসিটি আইডিসি যমুনা ব্যাংক