Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকবালের চেয়ে বড় পাপী পৃথিবীতে আর কেউ নেই: হুইপ স্বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৭:২২

জয়পুরহাট: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘কুমিল্লায় কোরআনের অবমাননা কে করলো হিন্দু না মুসলমান? ইকবাল কি, শ্রী ইকবাল? না। তার নামের আগে মো. রয়েছে। কেন মুসলমানের ছেলে হয়ে পূজা মন্ডপে সে কোরআন শরীফ রাখলো? আসলে সে প্রকৃত মুসলমান নয়, সে নাফরমান, সে মুনাফিক। মুসলমানের সন্তান হয়ে সে পবিত্র কোরআনের অবমাননা করেছে। পৃথিবীতে তার চেয়ে বড় পাপী আর কেউ নেই।’

বিজ্ঞাপন

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট কড়ই নুরুল হুদা কামিল মাদরাসায় আধুনিক ছাত্রাবাসের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, ‘বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশ এখন ভালো আছে সেটি চক্রান্তকারীদের সহ্য হচ্ছে না।’

অনুষ্ঠানে সভাপিতত্ব করেন জেলা প্রসাশক মো. শরীফুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সামছুল আলম, গোলাম হক্কানী, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এর আগে, মাদরাসার নিজস্ব অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন হুইপ স্বপন।

সারাবাংলা/এমও

ইকবাল কোরআনের অবমাননা হুইপ স্বপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর