Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামরুনগ্রাদ নেওয়া হচ্ছে রওশন এরশাদকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৬:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২১ ১৬:২১

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হচ্ছে। নানা ধরনের অসুস্থতা তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রওশন এরশাদকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত রওশন এরশাদকে সবশেষ গত ২৩ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

আরও পড়ুন-

জানা গেছে, রওশন এরশাদের হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকছে না। পেটের সমস্যাসহ তার অক্সিজেনেরও ঘাটতি রয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা জানিয়েছেন, রওশন এরশাদ সংজ্ঞাহীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরেও নেওয়ার চিন্তাভাবনা করছিল দলটি। সিএমএইচের চিকিৎসকদের অনুমতি পেয়েছে আজ তাকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বামরুনগ্রাদ হাসপাতাল রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর