Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৪:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০২১ ১৪:২৯

প্রতীকী ছবি

দিনাজপুর: জেলার নবাবগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দিঘি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন,কাজলদিঘী গ্রামের আলহাজ্ব হাফিজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী বেগম (৫৬)।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) তাওহেদুল ইসলাম তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত করে নিহতদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা হবে।

স্থানীয়রা জানান, গত রাতে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে স্বামী-স্ত্রী। রাতে কে বা কারা তাদের বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয় কয়েকজন অনেক ডাকাডাকির কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।কি কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়টি নিয়ে আমরা এখনও নিশ্চিত না। পরে তদন্ত করে বিষয়টি বলা যাবে।

তিনি আরো জানান,স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

স্বামী স্ত্রীর লাশ উদ্ধার