Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা জয় কুবি শিক্ষার্থীর

কুবি করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ২২:১০ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ২৩:৫৫

জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য সাংবাদিকতায় আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাসের (জিসিসিএ প্লাস) এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এ পুরস্কার জিতেছেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি জাহিদুল ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কর্মরত।

বিজ্ঞাপন

জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ তরুণ সাংবাদিককে এই পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থাটি।

এ বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ‘Dhaka landfills in disarray’ শিরোনামে জাহিদুল ইসলামের করা একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটিই তাকে এনে দিয়েছে সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি।

এই পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, কাজ মানুষকে অনেক দূর নিয়ে যায়। আমি আমার জায়গা থেকে ভালো কাজ করতে চেষ্টা  করছি। আমার এই অর্জন আমাকে সামনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমাকে এত দূর নিয়ে এসেছে বলে আমি বিশ্বাস করি। সবার কাছে আমার জন্য দোয়া চাই যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি।

সারাবাংলা/টিআর

আন্তর্জাতিক সম্মাননা কুবি শিক্ষার্থী জিসিসিএ প্লাস মো. জাহিদুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর