Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থী তিথি সরকারের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৮:৪১

ঢাকা: হযরত মুহাম্মাদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। আগামী ১৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

বিজ্ঞাপন

মামলায় তিথি সরকারের স্বামী শিপলু মল্লিক আসামি করা হয়। তবে ট্রাইব্যুনাল শুনানি শেষে তিথির স্বামী শিপলু সরকারকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আর তিথির অব্যাহাতির আবেদন নাকচ করে চার্জগঠন করা হয়।

চলতি বছরের ১৯ মে সে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান তাদের দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন।

মামলায় বলা হয়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছর ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে।

মামলায় একই বছর গত ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে তার স্বামী শিপলু মল্লিক রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেফতার হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

জবি শিক্ষার্থী তিথি ডিজিটাল নিরাপত্তা আইন তিথি সরকার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর