Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ হলে হবে না, ভালো মানুষ হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৫:৩৮

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘ভালো মানুষের ধর্ম ইসলাম ধর্ম, ভালো মানুষের ধর্ম খ্রিস্টান ধর্ম, ভালো মানুষের ধর্ম হিন্দু ধর্ম। তবে খালি মানুষ হলে হবে না, ভালো মানুষ হতে হবে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি গাড়িটানা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে গাড়িটানা উচ্চ বিদ্যালযের দ্বিতল ভবন ও ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মানিকছড়ি শিশু পার্ক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ অন্যরা।

সারাবাংলা/এমও

বীর বাহাদুর উশৈসিং ভালো মানুষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর