Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৫:৩৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৭:৩৩

ঢাকা: অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম এবং সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুস্তম আলী খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধি করেছে। এর এক দিন পর হঠাৎ করেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। যেখানে পাশ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, সেখানে দাম বেড়েছে বাংলাদেশে। এই সব সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, তারা অযৌক্তিক মূল্যবৃদ্ধি মানেন না। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

রুস্তম আলী খান বলেন, এর আগে যতবারই ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে তার আগে একাধিক বৈঠক হয়েছে। মূল্য বৃদ্ধির যৌক্তিকতা আছে কি না তা তুলে ধরা হয়েছে। প্রয়োজনে দাম বাড়লেও তা ছিল সামান্য পরিমাণে। কিন্তু, এবার একেবারে ঘোষণা দিয়ে অস্বাভাবিকহারে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর আগে সরকার বলেছিল, ভর্তুকি পুষিয়ে নিতেই জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না। অথচ তথনও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কম ছিল। এখন কী কারণে জ্বালানি তেলের দাম বাড়ল তা কারও জানা নেই।

যদি জ্বালানি তেলের দাম বাড়াতেই হয় তাহলে কেন ভাড়া বাড়ানো হলো না? প্রশ্ন রেখে রুস্তম আলী খান বলেন, তারা আজকের দিন (বৃহস্পতিবার) সময় দিচ্ছেন। আগামীকাল (শুক্রবার) সকাল ৬টা থেকে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ধর্মঘট বহাল থাকবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (২ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে টোল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। এর একদিন পর গত বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার।

এদিকে, গণপরিবহন বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্ল্যাহ।

অন্যদিকে, বাজার বিশ্লেষকরা বলছেন, সেতুতে টোল ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে।

সারাবাংলা/ইউজে/একেএম

জ্বালানির মূল্যবৃদ্ধি পণ্য পরিবহন বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর