Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কথার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৩:৪৫

ওবায়দুল কাদের | ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কি না?

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে ‘তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামার গল্প’ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক জিয়া দেশে আসবে কোন বছর এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ঐ বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

কয়েক বছর ধরেই গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাকুর্তা (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

সারাবাংলা/এনআর/একেএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর