Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১১:৪৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৩:২৬

হাসপাতালের সামনে নিহতের স্বজনদের আহাজারি

নরসিংদী: জেলার আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রাথীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৬টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খোরশেদা বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সমর্থক রিপন মোল্লা কাউন্সিলর পদে নির্বাচন করছেন। অপরদিকে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপুর সমর্থিত আবুল খায়ের একই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। কয়েকদিন আগে আবুল খায়েরের পক্ষে এলাকায় মিছিল হয়। ওই মিছিলে যাওয়ায় রিপন মোল্লার পক্ষের প্রায় ৪ শতাধিক লোকজন আবুল খায়েরের সর্মথিত লোকজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলা চালায়। এই হামলায় গুলিবিদ্ধ অবস্থায় ৩ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত্ত ১০ জন।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এসএসএ

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর