Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানি প্রতিরোধে কমিটি করল সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ০৯:২৩

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: উচ্চ আদালতের রায়ের আলোকে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮-এর ২০০৯ সালের ১৪ মে প্রদত্ত রায়ের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্তে কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এছাড়াও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ফৌজিয়া করিম ও তামান্না ফেরদৌস।

এর আগে ২০০৯ সালের ১৪ মে এ সংক্রান্ত রায় ঘোষণা করে সব হাইকোর্ট। রায়ে সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রধানের জন্য কমিটি গঠনের কথা বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস

প্রতিরোধে কমিটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট যৌন হয়রানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর