Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে মেডিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ০৯:০৫

ফাইল ছবি

ঢাকা: দেশের মেডিকেল কলেজগুলোর তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষে সশরীরে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে আবারও সশরীরে ক্লাস শুরু হচ্ছে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদেরের সই করা এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার (৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজসমূহের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষের ক্লাস আগামী ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে সশরীরে ক্লাস শুরুর জন্য কিছু করণীয় বিষয়ে নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়।

নির্দেশনাগুলো হলো—

১. কোভিড-১৯ এর দুই ডোজ ভ্যাকসিন পাওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

২. ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।

৩. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৪. হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৫. শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৬. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র বা ছাত্রীদের ১৪ দিন কোয়ারেনটাইনের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনএস

মেডিকেল কলেজ সশরীরে ক্লাস শুরু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর