Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাইঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ১৮:৩০

সিলেট: সিলেটের কানাইঘাটের লোহাজুড়ি এলাকার দুর্গম সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) মধ্যরাতে স্থানীয় লালটিলার নুন তালাং ছড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- স্থানীয় এরালীগুল গ্রামের হানই মিয়ার ছেলে আরিফ উদ্দিন (২২) ও একই গ্রামের মৃত লতিফ আলীর ছেলে আসকর উদ্দিন (২৮)। এ সময় বিএসএফ’র গুলিতে কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য মজির উদ্দিন জানান, ভারত থেকে গরু নিয়ে আসার পথে লালটিলার নুন তালাং ছড়ার কাছে গুলি চালায় বিএসএফ। এতে দুজন নিহত হয়। নিহত দুই জনের লাশ ছড়ায় পড়েছিল। বুধবার দুপুরে বিষয়টি কানাইঘাট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বিকেলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সহায়তায় পুলিশ লাশ দুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় লাশ দুটি উদ্ধারে বিলম্ব হচ্ছে। লাশ উদ্ধারের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

বাংলাদেশি নিহত বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর