Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন মেলেনি আরজে নিরবের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ১৭:৫১

আরজে নিরব: ফাইল ছবি

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার) হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। এদিন আরজে নিরবের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত সেই জামিন আবেদন নাকচ করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২৮ অক্টোবর আরজে নিরবকে গ্রেফতার দেখানো হয়।’

উল্লেখ্য, গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কয়েকদফা রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এআই/পিটিএম

আরজে নিরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর