Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২১ ০০:০০

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ | এএনআই

ভারেতের মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করেছে দেশটির কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)।

সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার (২ নভেম্বর) তাকে আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, ভারতে রাজ্য প্রশাসনের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ বেড়েই চলেছে। অনিল দেশমুখ গ্রেফতারের পর সেই অভিযোগ আরও বাড়ল।

এ ব্যাপারে দেশটির লোকসভার সদস্য ডা. শান্তনু সেন বলেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে রাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের নতুন সংস্কৃতি চালু করেছে মোদি সরকার।

অনিলের সমর্থনে এনসিপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নবাব মালিকও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। তিনি বলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনিলকে।

তবে, অনিলের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। যদিও অনিলের দাবি, তার বিরুদ্ধে আনা ইডির সব অভিযোগই মিথ্যা।

সারাবাংলা/একেএম

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর