Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থীর মৃত্যুতে ইউপি নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ২১:০১

নেত্রকোনা: চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম মো. মোস্তফা ই কাদের। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৫ অক্টোবর সকালে উপজেলার নন্দীপুর নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. মোস্তফা ই কাদের। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ জানান, মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে জেলা সদর উপজেলায় ১২টি ইউনিয়নে, আটপাড়ায় ৭টি ইউনিয়নে ও বারহাট্টায় ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএসএ

ইউপি নির্বাচন স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর