Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনক সারোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ১৯:৪৫ | আপডেট: ২ নভেম্বর ২০২১ ২০:৩৩

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাংবাদিক কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম এ তথ্য জানান।

এদিন রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলার পুলিশের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ২২ নভেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত।

জানা যায়, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান।

এই ঘটনায় ২০২০ সালের তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

কনক সারোয়ার গ্রেফতারি পরোয়ানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর